ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৪:১৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনের বাকি ৫৩ দিন, সামনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ! ‘সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি’ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাতে এক বার্তায় এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চতুর্থ টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতে বাংলাদেশ। এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

এদিন নিউজিল্যান্ডের ৯৩ রানের সংগ্রহটাই কঠিন হয়ে উঠেছিল বাংলাদেশের জন্য। শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করে ৪ উইকেট হারিয়ে। তাতে এক ম্যাচ আগে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। এই প্রথম টানা তিনটি সিরিজ জিতলো বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে মাহমুদউল্লাহরা।

এই সিরিজের আগে ‍টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে জয়ের ইতিহাস ছিল না বাংলাদেশের। সেই তাদের বিপক্ষেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো মাহমুদউল্লাহরা।